1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

সূচক টে‌নে ধরার স‌র্বোচ্চ চেষ্টায় চার কোম্পা‌নি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

সপ্তাহের শেষ কার্যদিবস সোমবার (০৬ অ‌ক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বে‌ড়েছে সা‌ড়ে ২৪ পয়েন্ট। সূচ‌কের এমন উত্থা‌নেও সূচক‌কে টে‌নে ধরার স‌র্বোচ্চ চেষ্টায় ছি‌লো চার কোম্পা‌নি। এই চার প্রতিষ্ঠা‌নের দায়ে আজ সূচক কমেছে সা‌ড়ে ৯ পয়েন্ট। এই চার প্রতিষ্ঠা‌নের ম‌ধ্যে র‌য়ে‌ছে ইউ‌নিক হো‌টেল, লাফার্জ‌হোল‌সিম, আই‌পি‌ডি‌সি এবং ডাচ বাংলা ব‌্যাংক লি‌মি‌টেড। আমারস্টক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, আজ ইউ‌নিক হো‌টেল লি‌মি‌টেড সবচেয়ে বেশি সূচক টেনে নামানোর চেষ্টায় ছিলো। ডিএসইর সূচক নামানোর ক্ষেত্রে আজ কোম্পানিটির দায় ছিলো ২.৪৩ পয়েন্ট। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৩.০৩ শতাংশ। যে কারণে ডিএসইর সূচক ক‌মেছে ২.৪৩ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭০ টাকা ৪০ পয়সায়।

ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে দ্বিতীয় কোম্পানি ছিল লাফার্জ‌হোল‌সিম বাংলা‌দেশ লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ০.৬৭২ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ২.১৮ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৪ টাকায়।

ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে তৃতীয় কোম্পানি আই‌পি‌ডি‌সি ফাইন‌্যান্স লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ২.৩৬ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ২.০৯ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬২ টাকা ১০ পয়সায়।

ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে চতুর্থ কোম্পা‌নি ডাচ বাংলা ব‌্যাংক লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ১.২৩ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ২.০৯ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৪ টাকা ১০ পয়সায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ