সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আফতাব অটোমোবাইলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ৮৫২ বারে ১০ লাখ ৯৩ হাজার ৯৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা নাভানা সিএনজির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৪১৩ বারে ২৭ লাখ ৩৯ হাজার ৩৯৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৯৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা মনোস্পুল পেপারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২১৫ বারে ৩ লাখ ২৩ হাজার ৩০৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৫২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মার ৮.৭০ শতাংশ, বিডিকমের ৮.৭০ শতাংশ, ফার্মা এইডের ৭.৪৯ শতাংশ, সোনালী আঁশের ৭.৪৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৪৫ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৬.৭৯ শতাংশ এবং কোহিনূর কেমিক্যালের ৬.১০ শতাংশ দর বেড়েছে।