পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি শেয়ার দর সর্বোচ্চ ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে সার্কিট ব্রেকার স্পর্শ করলো । ডিএসই সূত্রে জানা গেছে,
কোম্পানি দুটি হচ্ছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।
প্রাপ্ত তথ্যমতে, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১০ শতাংশ বা ১০.১ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১১১.১০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ১ লাখ ৭৪ হাজার ৪৩০টি শেয়ার ৩৫৪ বার হাতবদল হয়। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১৫৫ কোটি ৫ লাখ ৭ হাজার টাকা।
এছাড়া তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর ১০ শতাংশ বা ০.৩ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩.৩০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ১ লাখ ২৮ হাজার ৯৭৪টি শেয়ার ৫৯ বার হাতবদল হয়। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২৬ কোটি ৮০ লাখ ৬ হাজার টাকা।