1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন

বারাকা পাওয়ারের বন্ড আবেদন বাতিল করল বিএসইসি

  • আপডেট সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

জিরো কুপন বন্ড ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে বারাকা পাওয়ার লিমিটেডের অর্থ উত্তোলনের আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি কোম্পানিটিকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য মতে, গত বছরের নভেম্বর মাসে নন-কনভার্টিবল জিরোকুপন বন্ড ছেড়ে ১৮০ কোটি টাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয় বারাকা পাওয়ারের পরিচালনা পর্ষদ। কোম্পানির উচ্চ সুদের ঋণ পরিশোধের লক্ষ্যে এই অর্থ উত্তোলনের সিদ্ধান্ত নেয়।

২০১১ সালে তালিকাভুক্ত কোম্পানিটি এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার কাছে জিরোকুপন বন্ড আবেদন জমা দেয়। এরপর বিএসইসি আবেদনটি যাচাই-বাছাই করে অসম্মতিপত্র দেয়। তবে কী কারণে সম্মতি দেওয়া হয়নি তা জানানো হয়নি।

কোম্পানির ২০২১ সালের আর্থিক প্রতিবদেন অনুসারে মোট ঋণ রয়েছে ৩৫৮ কোটি টাকা। যার বেশিরভাগ উচ্চ সুদে নেওয়া।

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ২৩ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৬১টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার সংখ্যা ৩১ দশমিক ৮৭ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার সংখ্যা ৪০ দশমিক ৮২ শতাংশ। এছাড়াও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার সংখ্যা ২৭ দশমিক ৫১ শতাংশ। মঙ্গলবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২২ টাকা ৪০ পয়সায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দরপতনের শীর্ষে ফাইন ফুডস

  • ৭ জানুয়ারী ২০২৫