1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

ইনডেক্স এগ্রোর শেয়ারদর বেড়েছে প্রায় ১০ শতাংশ

  • আপডেট সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
index

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিবিধ খাতের কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর ৯ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ১৪১ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। এতে দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার। এদিন ডিএসইতে কোম্পানিটির ১৩ লাখ ৭১ হাজার ৯৬৯টি শেয়ার ১২৫ টাকা থেকে ১৪১ টাকা ৭০ পয়সার মধ্যে ২ হাজার ৩৯৫ বার হাতবদল হয়েছে।
সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্যানুসারে, ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইনডেক্স এগ্রোর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৮১ পয়সায়। এদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২২ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪৫ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬২ টাকা ৬৮ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের (আইপিও-পরবর্তী) জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইনডেক্স এগ্রো। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৬৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৭৮ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৮ টাকা ২৭ পয়সায়। আগের হিসাব বছরে যা ছিল ৫১ টাকা ৮১ পয়সা।

গত বছরে তালিকাভুক্ত হওয়া বিবিধ খাতের প্রতিষ্ঠান ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৭ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৮৬ কোটি ৩৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৭২ লাখ ৫৩ হাজার ৬৪৯। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫৭ দশমিক ৭৭ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২১ দশমিক ৯৬ শতাংশ ও বাকি ২০ দশমিক ২৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ২৫ দশমিক শূন্য ৮, হালনাগাদ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ২১ দশমিক ৮৪।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দরপতনের শীর্ষে ফাইন ফুডস

  • ৭ জানুয়ারী ২০২৫