1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

এবার হোটেলের শেয়ারে ভাটার টান!

  • আপডেট সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
unique

সাম্পতিককালে হাতে গোনা যে কয়টি কোম্পানি দর বৃদ্ধির খাতায় নাম লেখায় তার মধ্যে অন্যতম হলো ভ্রমণ ও অবকাশ খাতের তিন কোম্পানি। এই তিন কোম্পানির শেয়ারে গত এক মাসে ব্যাপক উত্থান প্রবণতা প্রত্যক্ষ করা গেছে। আজ হঠাৎ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এইতিনকোম্পানির সব শেয়ারে একসাথে নিম্নমুখি প্রবণতা বা ভাটার টান লক্ষ্য করা গেছে। ভাটার টান লাগা হোটেলের তিন কোম্পানি হলো: পেনিনসুলা হোটেল, সী-পার্ল হোটেল এবং ইউনিক হোটেল।

ইদানিংকালে ওরিয়ন গ্রুপের শেয়ারের সাথে পাল্লা ধরে ভ্রমণ ও অবকাশ খাতের শেয়ার দরেও ঊর্ধ্বমুখি হতে দেখা গেছে। আজ এই খাতের শেয়ার দর সংশোধন হয়েছে। দলবেধে একসাথে এই খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর নিম্নমুখি হওয়ার দৃশ্যপট সাম্প্রতিককালে এই প্রথম।

অভিজ্ঞ বিনিয়োগকারীরা বলছেন, শেয়ার দর একটানা বেড়ে এখন আকাশচুম্বি হয়েছে। বিনিয়োগকারীরা প্রফিট টেকিং করছেন আর বাজার খেলোয়াড়রা ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার সুযোগ সন্ধানে রয়েছেন।

অভিজ্ঞ বিনিয়োগকারীরা বলছেন, যেখানে ফ্লোর প্রাইসে পৌনে দুইশত কোম্পানির শেয়ার পড়ে রয়েছে সেখানে উচ্চ মূল্যের শেয়ার সাবধানতা অবলম্বনের মাধ্যমে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন।

ভ্রমণ ও অবকাশ খাতে লেনদেন হওয়া এই তিন কোম্পানির মধ্যে পেনিনসুলা হোটেল বেশকিছু দিন যাবৎ লেনদেনের শীর্ষ তালিকা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে এবং প্রায়ই শীর্ষদশে অবস্থান ধরে রাখে। আজও শীর্ষদশে মধ্যে না থাকলেও একাদশ অবস্থান ধরে রেখেছে তবে কোম্পানিটির দর পতন হয়েছে। আগেরদিন রোববার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪১ টাকা ৯০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৯ টাকা ২০ পয়সা। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা বা ৬.৪৪ শতাংশ কমেছে।

গত এক মাসের বাজার দর পর্যালোচনা করলে দেখা যায়, গত ২৮ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৩০ টাকা ৮০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৯ টাকা ২০ পয়সা। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৪০ পয়সা বা ২৭.২৭ শতাংশ বেড়েছে।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ২৬ টাকা ৯০ পয়সা এবং সর্বোচ্চ ৪৪ টাকা ৯০ পয়সা পর্যন্ত ওঠা-নামা করেছে।

ভ্রমণ ও অবকাশ খাতের উল্লেখযোগ্য সী-পার্ল হোটেল বেশকিছু দিন যাবৎ লেনদেনের শীর্ষ তালিকা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে এবং প্রায়ই শীর্ষদশে অবস্থান ধরে রাখে। আজও শীর্ষদশের মধ্যে দশম অবস্থান ধরে রেখেছে তবে কোম্পানিটির দর পতন হয়েছে। আগেরদিন রোববার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৭ টাকা ৬০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৯ টাকা। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৬০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমেছে।

গত এক মাসের বাজার দর পর্যালোচনা করলে দেখা যায়, গত ২৮ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৬০ টাকা ৩০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৯ টাকায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ৬৮ টাকা ৩০ পয়সা বা ১১৩.৯৩ শতাংশ বেড়েছে।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৩৮ টাকা ৫০ পয়সা এবং সর্বোচ্চ ১৪৩ টাকা পর্যন্ত ওঠা-নামা করেছে।

ইউনিক হোটেল বেশকিছু দিন যাবৎ লেনদেনের শীর্ষ তালিকার কাছাকাঠি ধরেরাখার আপ্রাণ চেষ্টা করছে এবং প্রায়ই শীর্ষদশে অবস্থান ধরে রাখে। আজও শীর্ষদশের মধ্যে ষষ্ঠ অবস্থান ধরে রেখেছে তবে কোম্পানিটির দর পতন হয়েছে। আগেরদিন রোববার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৯ টাকা ২০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৬ টাকা ৩০ পয়সা। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৩.৬৬ শতাংশ কমেছে।

গত এক মাসের বাজার দর পর্যালোচনা করলে দেখা যায়, গত ২৮ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৯ টাকা ৪০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৬ টাকা ৩০ পয়সা। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৯০ পয়সা বা ২৮.৪৫ শতাংশ বেড়েছে।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৪৭ টাকা ৫০ পয়সা এবং সর্বোচ্চ ৮১ টাকা ৮০ পয়সা পর্যন্ত ওঠা-নামা করেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দরপতনের শীর্ষে ফাইন ফুডস

  • ৭ জানুয়ারী ২০২৫