শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৪টি কোম্পানির। আর একই খাতের ১৬টি কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পর্যালোচনা করে এই থেকে জানা যায় ।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমা এই চার কোম্পানির মধ্যে রয়েছে পদ্মা অয়েল, ইস্টিার্ণ লুব্রিকেন্টস, খুলনা পাওয়ার এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।
পদ্মা ওয়েল: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৩২.৮৮ শতাংশ। আগস্ট মাসে তা কমে অবস্থান করছে ৩১ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১.১০ শতাংশ।
ইস্টার্ন লুব্রিকেন্টস: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৭.১৫ শতাংশ। আগস্ট মাসে তা কমে অবস্থান করছে ৬.৭৫ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.৪০ শতাংশ।
খুলনা পাওয়ার: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৮.৯৪ শতাংশ। আগস্ট মাসে তা কমে অবস্থান করছে ৮.৭৪ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.২০ শতাংশ।
মেঘনা পেট্রোলিয়াম: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৩৩.৬১ শতাংশ। আগস্ট মাসে তা কমে অবস্থান করছে ৩৩.৪৭ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.১৪ শতাংশ।