শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬৩টি কোম্পানি গতকালও ফ্লোর প্রাইসে ছিলো। তবে আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ১১টি কোম্পানির শেয়ারদর ফ্লোর প্রাইস থেকে উপরে উঠেছে। ১৫২টি কোম্পানির শেয়ার কোনভাবেই ফ্লোর প্রাইসের গন্ডি অতিক্রম করতে পারছে না। এদিকে প্রতিদিনই বেড়েই চলেছে ফ্লোর প্রাইসের কোম্পানির সংখ্যা। আজ বাজার উত্থানের দিনেও ফ্লোর প্রাইসে ফিরে এসেছে আরও ১০ কোম্পানির শেয়ার।
আগের থেকে ফ্লোর প্রাইসে থাকা প্রতিষ্ঠান এবং বুধবারের ফ্লোর প্রাইসে ফেরা প্রতিষ্ঠান মিলে ফ্লোর প্রাইসের মোট প্রতিষ্ঠান দাঁড়িয়েছিল ১৫২টি। আজকের ফ্লোর প্রাইসে ফেরা ১০টি নিয়ে ফ্লোর প্রাইসে অবস্থান করা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ১৬২টিতে।
আজ নতুন করে ফ্লোর প্রাইসে আসা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সোনারবাংলা ইন্স্যুরেন্স, রহিমা টেক্সটাইল, দুলামিয়া কটন, এটলাস বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার, আনলিমা ইয়ার্ণ, এপেক্স টেনারী এবং রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড।