পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ারদর অস্বাভাবিকভাবে বেড়েছে বলে মনে করেছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এই কারণে ডিএসই শেয়ারদর বাড়ায় কোম্পানি ৩টিকে এর কারণ জানার জন্য শোকজ করেছে।
১৯ সেপ্টেম্বর ২০২২ কোম্পানি দুই টিকে শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে শোকজ নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানি ২টি আজ জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এর শেয়ারদর বাড়ছে।
বাজার তথ্য বিশ্লেষণে দেখা যায়, বাজার পর্যাবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২১ আগস্ট ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ছিল ১৫৮ টাকা ১০ পয়সা। ১৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৫৪৬ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়।
অন্যদিকে বিকন ফার্মার শেয়ার দর গত ১৩ সেপ্টেম্বর ছিল ২৮৮ টাকা ৭০ পয়সা । ১৯ সেপ্টেম্বর শেয়ারটির দর ৩৭৯ টাকা ২০ পয়সায় উন্নীত হয়।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।