সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭১ প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির দর বেড়েছে, ১৫৫টির দর কমেছে, ১২৮টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজের। ডিএসই থেকে এই তথ্য জানা যায় ।
আগের কার্যদিবস রোববার মিরাকল ইন্ডাস্ট্রিজের ক্লোজিং দর ছিল ৩৪ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৭ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মিরাকল ইন্ডাস্ট্রিজ ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯.৯৮ শতাংশ, এটলাস বাংলাদেশের ৯.৯৮ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৯.৯৫ শতাংশ, ওরিয়ন ফার্মার ৯.৯৪ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৯.৯৪ শতাংশ, আজিজ পাইপসের ৯.৯৩ শতাংশ, আরডি ফুডের ৯.৮০ শতাংশ, বিডিকমের ৯.৭৭ শতাংশ এবং ইস্টার্ন ক্যাবলসের ৯.৬২২ শতাংশ দর বেড়েছে