ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭২ প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দর বেড়েছে, ১৪০টির দর কমেছে, ১২২টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে স্টান্ডার্ড সিরামিকের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বৃহস্পতিবার স্টান্ডার্ড সিরামিকের ক্লোজিং দর ছিল ১৪৭ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৬১ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে স্টান্ডার্ড সিরামিক ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
দাম বৃদ্ধির শীর্ষে থাক অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন ক্যাবলসে ৯.৯৮ শতাংশ, সী-পার্ল হোটেলের ৯.৯৪ শতাংশ, বিডিকমের ৯.৯১ শতাংশ, ওরিয়ন ফার্মার ৯.৮৯ শতাংশ, ডিবি থাই ফুডের ৯.৮৮ শতাংশ, আজিজ পাইপসের ৯.৫৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৮.৭৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭২ শতাংশ, বিকন ফার্মার ৮.৪২ শতাংশ দর বেড়েছে।