1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে বেক্সিমকোর ৯১২ কোটি টাকার শেয়ার লেনদেন

  • আপডেট সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
beximco

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষে অবস্থানে উঠে আসা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের সপ্তাহজুড়ে ৬ কোটি ৬৩ লাখ ২৫ হাজার ৩০৫টি শেয়ার ৯১১ কোটি ৬০ লাখ ৫৫ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ১২ দশমিক ৮৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। লেনদেনের এ তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে আসে ওরিয়ন ফার্মা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৮০ লাখ ৫৫ হাজার ১৯২টি শেয়ার ৭০০ কোটি ৮০ লাখ ১৪ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৯ দশমিক ৮৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৭ দশমিক ৭০ শতাংশ কমেছে।

সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর দশমিক ৮৭ শতাংশ বা ১ টাকা বেড়ে প্রতিটি সর্বশেষ ১১৬ টাকা ২০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ১১২ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ১১৭ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে। এক বছরের মধ্যে শেয়ারদর ৬৮ টাকা থেকে ১২৭ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে। দিনজুড়ে কোম্পানিটির ৮৩ লাখ ৩ হাজার ৪২৭টি শেয়ার মোট ১০ হাজার ৭২৪ বার হাতবদল হয়, যার বাজারদর ছিল ৯৫ কোটি ৯৬ লাখ টাকা।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির কোম্পানি। অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ২৩৪ কোটি টাকা। রিজার্ভের পরিমাণ ৮৩১ কোটি ৭৮ লাখ টাকা। কোম্পানিটির ২৩ কোটি ৪০ লাখ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যানুযায়ী কোম্পানির শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩১ দশমিক ৯৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক ২৭ দশমিক ৮৮ শতাংশ, বিদেশি এক দশমিক ২০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৮ দশমিক ৯৪ শতাংশ শেয়ার রয়েছে।

আর লেনদেনে এর পরের অবস্থানে থাকা জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সপ্তাহজুড়ে ২৬৩ কোটি ৫ লাখ ৩৮ হাজার টাকার লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩ দশমিক ৭১ শতাংশ। লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৯৪ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ৭৪ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ