1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল

  • আপডেট সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
jmi

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের তিনদিনই নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। এ সময়ে এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর বেশির ভাগই দর হারিয়েছে। দর বেড়েছে মাত্র ৯৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এমন ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ২৫ শতাংশ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে জেএমআই হসপিটালের ২৬৩ কোটি ৫ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে শেয়ারটির লেনদেন ছিল ৫২ কোটি ৬১ লাখ ৭ হাজার ৬০০ টাকা। আলোচ্য সময়ে শেয়ারটির দর বেড়েছে ২৪ দশমিক ৯২ শতাংশ।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২৪ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির মোট ৪৩ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৮ কোটি ৬৭ লাখ ১২ হাজার টাকা।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৩ দশমিক ২৯ শতাংশ। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৫৪ কোটি ৮৭ লখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ১০ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার টাকা।

গত সপ্তাহে ১৯ দশমিক ৬০ শতাংশ শেয়ারদর বৃদ্ধি নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৩৬ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৭ কোটি ২৯ লাখ ৪৬ হাজার টাকা।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৯ দশমিক ৪৮ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৩ কোটি ৬১ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৭২ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।

তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে রতনপুর অ্যাম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ২৭ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৯ কোটি ৯৪ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ১ কোটি ৯৮ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা।

১৭ দশমিক ৭১ শতাংশ শেয়ারদর বৃদ্ধি নিয়ে তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১১ কোটি ৩২ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ২ কোটি ২৬ লাখ ৪১ হাজার টাকা।

শীর্ষ দর বৃদ্ধির তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে মুন্নু এগ্রো অ্যান্ড মেশিনারি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ১৯ শতাংশ।

১২ দশমিক ৭৩ শতাংশ দর বৃদ্ধি নিয়ে তালিকায় নবম অবস্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। এছাড়া তালিকার সর্বশেষ কোম্পানিটি এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৩৪ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ