1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন

সপ্তাহজুড়ে বেক্সিমকোর ৪৮২ কোটি টাকার শেয়ার লেনদেন

  • আপডেট সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৯ হাজার ৫১৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৬ দশমিক ৬৯ শতাংশ বা ২ হাজার ৫৩৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল দশ কোম্পানির দখলে। এ দশ কোম্পানির মধ্যে ৪৮২ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

তথ্য অনুসারে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে বেক্সিমকোর ৩ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ৮৩৫টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ৪৮২ কোটি ৩৪ লাখ ৩ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৫ দশমিক শূন্য ৭ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৭৮ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৩৬৩ কোটি ৮১ লাখ ৩৮ হাজার টাকার ৩ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার ২৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের ৩ দশমিক ৮২ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। তবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ দশমিক ৭৬ শতাংশ।

গত সপ্তাহে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার ৪৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৬৫ কোটি ৫০ লাখ ৪৬ হাজার টাকা। সাপ্তাহিক মোট লেনদেনের ২ দশমিক ৭৯ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ৩২ শতাংশ।

গত সপ্তাহের সর্বোচ্চ লেনদেনের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারদর ১৬ দশমিক ৯৯ শতাংশ বাড়ার পাশাপাশি সাপ্তাহিক মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ২ দশমিক ৫২ শতাংশ। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২৩৯ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকার ৫ কোটি ৮৪ লাখ ৬২ হাজার ৪৬৩টি শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর ৫ দশমিক ৩৪ শতাংশ বাড়ার পাশাপাশি মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ২ দশমিক ৫১ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২৩৮ কোটি ৯৮ লাখ ৬৯ হাজার টাকার ৩ কোটি ১১ লাখ ৮৪ হাজার ১৫৫টি শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রতিষ্ঠানটির ২২৫ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার টাকার ২ কোটি ৫৯ লাখ ৬২ হাজার ২৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে মোট লেনদেনের ২ দশমিক ৩৭ শতাংশ ছিল প্রতিষ্ঠানটির দখলে। এ সময় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৮ দশমিক ৯০ শতাংশ।

তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর দশমিক ৮৭ শতাংশ কমলেও সাপ্তাহিক মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ২ দশমিক ২৩ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২১২ কোটি ৩৮ লাখ ৮৯ হাজার টাকার ২ কোটি ৬৩ লাখ ৩৪ হাজার ৯৮১টি শেয়ার লেনদেন হয়েছে।

মোট লেনদেনের ১ দশমিক ৯৪ শতাংশ নিয়ে তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ