1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন

ই-কমার্স ব্যবসা থেকে সরে দাঁড়াল গোল্ডেন হারভেস্ট

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

ই-কমার্স ব্যবসায় বিনিয়োগ করা থেকে সরে দাঁড়িয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দেশের অস্থিতিশীল অর্থনীতির মধ্যে ই-কমার্স ব্যবসায় বিনিয়োগ করা বিচক্ষণতার কাজ হবে না, এমন ধারণা থেকে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত কোম্পানিটি।

এর আগে ডিএসইর মাধ্যমে গত বছরের ৯ মার্চ ই-কমার্স ব্যবসা শুরু করার পরিকল্পনা জানায় কোম্পানিটি। তারই ধারাবাহিকতায় ওই বছরের ১৬ আগস্ট গোল্ডেন হারভেস্ট সার্ভাস লিমিটেড নামে একটি ই-কমার্স কোম্পানির উদ্বোধন করা হয়েছে বলে জানানো হয়। গঠিত কোম্পানিটিতে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের ৪৫ শতাংশ মালিকানা রয়েছে। আর গোল্ডেন হারভেস্ট ইনফোটেকের কাছে রয়েছে ৫৫ শতাংশ শেয়ার। ই-কমার্সের মাধ্যমে খাদ্য, মুদি, ওষুধ সরবরাহ, বুকিং ও টিকেটিং সেবা প্রদানের কথা জানানো হয় তালিকাভুক্ত কোম্পানিটির পক্ষ থেকে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত লোকসান ছিল ৮৫ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত লোকসান ছিল ২২ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৭ পয়সায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

আজিজ পাইপসের এমডি নিয়োগ

  • ২৬ ডিসেম্বর ২০২৪
  • সূচকের পতনে কমেছে লেনদেন

  • ২৩ ডিসেম্বর ২০২৪