1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

পুঁজিবাজারে মহাদাপটে বীমা খাত

  • আপডেট সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০
IMG_20200802_194609-598x337

বিগত সপ্তাহজুড়ে পুঁজিবাজারে দর বাড়ার ক্ষেত্রে মহাদাপট দেখিয়েছে বীমা খাত কোম্পানি। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে ১০ প্রতিষ্ঠানের মধ্যে আটটি দখল করেছে বীমা কোম্পানি।

এর মধ্যে ইষ্টার্ণ ইন্স্যুরেন্স গত সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের কাছে বিনয়োগের জন্য পছন্দের শীর্ষে ছিল। ফলে সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ারের দরে বড় উত্থান হয়েছে। এর মাধ্যমে ডিএসইতে দাম বাড়ার তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে কোম্পানিটি।

বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ারের প্রতি বেশ আগ্রহ দেখালেও এক শ্রেণির বিনিয়োগকারী তাদের কাছে থাকা প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৭৬ লাখ ১৪ হাজার টাকার। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে আট কোটি ১৫ লাখ ২২ হাজার টাকা।

কিছু বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির শেয়ার কিনতে বেশ আগ্রহ দেখানোয় সপ্তাহজুড়ে দর বেড়েছে। এতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৪৫ দশমিক ৪৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দর বেড়েছে ২৩ টাকা ৭০ পয়সা।

সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর দাঁড়িয়েছে ৭৫ টাকা ৮০ পয়সা, যা তার আগের সপ্তাহের শেষ কর্যাদিবসে ছিল ৫২ টাকা ১০ পয়সা।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের ৫০ দশমিক ৯০ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ২২ দশমিক ৬৩ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিকি ৪৭ শতাংশ শেয়ার আছে।

লভ্যাংশের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। তার আগে ২০১৭, ২০১৬, ২০১৫ ও ২০১৪ সালেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

গত সপ্তাহে দর বাড়ার শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানটি দখল করেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৩৭ দশমিক ৫৫ শতাংশ। পরের স্থানটিতে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৩৬ দশমিক ১৯ শতাংশ। ৩২ দশমিক ৮৫ শতাংশ দাম বেড়ে এর পরের স্থানেই রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স।

বীমা কোম্পানির বাইরে দর বাড়ার শীর্ষ পাঁচে স্থান করে নেয়া একমাত্র প্রতিষ্ঠান অগ্নি সিস্টেম। গত সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারের দর বেড়েছে ২৭ দশমিক ৫৪ শতাংশ। শীর্ষ দশে থাকা বীমা কোম্পানির বাইরে অপর এক প্রতিষ্ঠান জিকিউ বলপেনের শেয়ারের দর বেড়েছে ২৩ দশমিক ৬৭ শতাংশ।

এছাড়া দর বাড়ার শীর্ষ দশে থাকা বীমা খাতের বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ২৬ দশমিক ৬৩ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২৬ দশমিক ৩৫ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ২৫ দশমিক ৬৪ শতাংশ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২৩ দশমিক ১০ শতাংশ দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ