1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন

টানা ৮ কর্মদিবস দরপতনের পর সূচক বাড়ল

  • আপডেট সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২

টানা ৮ কর্মদিবস দরপতনের পর সোমবার সব আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। আজও লেনদেনের শুরুর দিকে পুঁজিবাজারে বড় দরপতন ছিল। এক পরযায়ে ডিএসইএক্স মূল্য সূচক প্রায় ৬৪ পয়েন্ট কমে ৬ হাজার পয়েন্টের নিচে নেমে গিয়েছিল।দিনশেষে পুঁজিবাজারে সূচক ও লেনদেনের ইতিবাচকতা রয়েছে।

ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।

সোমবার ডিএসইতে ৬৩৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬৮ কোটি ৯৮ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৪৭০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩২ পয়েন্টে।ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৭৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১৫ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের পতনে চলছে লেনদেন

  • ২৪ নভেম্বর ২০২৪