1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন

আলোতে ফিরেছে গ্রামীণফোন

  • আপডেট সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
grameenphone 1

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিভিডেন্ডকে কেন্দ্র করে কোম্পানিটির শেয়ারে আজ হঠাৎ লেনদেনে বেড়েছে যার কারণে আজ কোম্পানিটি আজ শেয়ার লেনদেনের তালিকায় শীর্ষ দশে উঠে এসেছে। যা গত এক বছরের মধ্যে দেখা যায়নি। তাই বিনিয়োগকারীরা বলছে এক বছরের মধ্যে আলোতে ফিরেছে গ্রামীণফোন।

গ্রামীণফোন আলো ফিরেছে বলতে বিনিয়োগকারীরা বুঝিয়েছেন লেনদেনের শীর্ষে উঠে এসেছে। গত একবছরে কোম্পানিটিকে লেনদেনের শীর্ষে উঠে আসতে দেখা যায়নি। যার কারণে গ্রামীনফোনকে নিয়ে বিনিয়োগকারীদের মাঝে প্রত্যাশা বেড়েছে। বিনিয়োগকারীদের প্রত্যাশা বাড়াতেই আজ কোম্পানিটির লেনেদেন বেড়েছে।

প্রাপ্ত তথ্য মতে , আজ ডিএসইর লেনদেনের তালিকায় গ্রামীণফোন চতুর্থ স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৩০৭টি। যার বাজার মূল্য ১৪ কোটি ০৬ লাক টাকা। তবে আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩ পয়সা বা ০.১০ শতাংশ। আগের দিন কোম্পানিটির শেয়ার দর ছিলো ২৮৯ টাকা ৮০ পয়সায়। আজ ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ২৮৯ টাকা ৫০ পয়সায়। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১১.২৯।

সর্বশেষ ৩০ জুন ২০২২ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য অন্তর্বর্তীকালীন ১২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৮২ পয়সা। গত বছর একই সময়ে ৬ টাকা ৩০ পয়সা আয় হয়েছিল।

দুই প্রান্তিক বা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ টাকা ৮২ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১২ টাকা ৮৯ পয়সা।

গত ৩০ জুন ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭ টাকা ২৫ পয়সা।

গ্রামীণফোনের ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ