সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২টির বা ৩.১৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই থেকে এই তথ্য জানা যায় ।
আগের কার্যদিবস রোববার ওরিয়ন ইনফিউশনের ক্লোজিং দর ছিল ৯৮ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১০০ টাকা ২০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ২.১৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশনের ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লিবরা ইনফিউশনের ১.৬৯ শতাংশ, ব্যাংক এশিয়ার ০.৯৭ শতাংশ, স্টান্ডার্ড সিরামিকের ০.৭৪ শতাংশ, এইচআর টেক্সটাইলের ০.৬৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ০.৬০ শতাংশ, ডাচবাংলা ব্যাংকের ০.৩১ শতাংশ, কেডিএস লিমিটেডের ০.১৫ শতাংশ দর বেড়েছে।