পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি চলতি অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এই তথ্য জানা যায় ।
এই দুই কোম্পানির মধ্যে রয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স, আইসিবি ইসলামি ব্যাংক এবং লিবরা ইনফিউশন লিমিটেড।
দেশ জেনারেল ইন্স্যুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৯ পয়সা। এর আগের বছর একই সময়ে লোকসান ছিল ৩১ পয়সা।
দুই প্রান্তিক (জানু-জুন’২২) বা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮৩ পয়সা। এর আগের বছর একই সময়ে আয় ছিল ৭২ পয়সা। আলোচিত প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২২ পয়সা।
৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির সম্পদ মল্যূ (এনএভি) হয়েছে ১২ টাকা ১৫ পয়সা।
আইসিবি ইসলামি ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৭ পয়সা।
এদিকে, দ্বিতীয় প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ০২ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩২ পয়সা।
লিবরা ইনফিউশন: প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তৃতীয় প্রান্তিক: চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ১০ পয়সা। আগের বছর কোম্পানিটির লোকসান ছিল ১১ টাকা ৩৮ পয়সা।
আর বছরের ৯ মাসে কোম্পানিটি ৫ টাকা ২৪ পয়সা লোকসান করেছে। আগের বছর কোম্পানিটির লোকসান ছিল ১৮ টাকা ০৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১ হাজার ২৬৪ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ ৬ মাসে কোম্পানিটি আয় করেছিল ৯১ পয়সা। আগের বছর কোম্পানিটি লোকসান করেছিল ৮ টাকা ০৩ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটি আয় করেছিল ১ টাকা ৫৫ পয়সা। আগের বছর কোম্পানিটি আয় করেছিল ২ টাকা ৩১ পয়সা।