বিদায়ী সপ্তাহে (১২-১৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১১৪টির দর বেড়েছে, ২৩৪টির দর কমেছে, ৩৯টির দর অপরিবর্তিত রয়েছে এবং ৮টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে গোল্ডেন সনের। ডিএসই থেকে এই তথ্য জানা যায় ।
সপ্তাহের শুরুতে গোল্ডেন সনের কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৭ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২০ টাকা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ১৪.৯৪ শতাংশ। এর মাধ্যমে গোল্ডেন সনের ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সানলাইফ ইন্সুরেন্সের ১৪.১৪ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ১৩.৬৪ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের ১১.৯০ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১১.১১ শতাংশ, ফাইন ফুডসের ১১.০১ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৮.০৬ শতাংশ, নূরানী ডায়িংয়ের ৬.৮৫ শতাংশ, তিতাস গ্যাসের ৬.৬২ শতাংশ, এটলাস বাংলাদেশের ৬.৫৫ শতাংশ দর বেড়েছে।