1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

ব্লক মার্কেটে বিশাল লেনদেন

  • আপডেট সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
block-market-1

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৮ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৯ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই থেকে এই তথ্য জানা যায় ।

আজ ব্লক মার্কেটে ২ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এই ২ কোম্পানির লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৪ লাখ ২৩ হাজার টাকার শেয়ার।

আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ২১ লাখ ৮৫ হাজার টাকার। কোম্পানিটির মোট ২৯ লাখ ৮ হাজার ৫০০টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনকৃত শেয়ারের সর্বোচ্চ দর ছিল ৬৩ টাকা ৩০ পয়সা এবং সর্বনিম্ন দর ছিল ৬২ টাকা। এতে দেখা যায়, ব্লক মার্কেটে প্রতি শেয়ারের গড় দর হয়েছে ৬২ টাকা ৬৩ পয়সা। অন্যদিকে, পাবলিক মার্কেটে কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৬৩ টাকা ৯০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। ব্লক মার্কেটে কোম্পানিটির মোট ৯ লাখ ৩৭ হাজার ৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ৯ কোটি ১২ লাখ ৩৮ হাজার টাকার। এতে দেখা যায়, ব্লক মার্কেটে প্রতিটি শেয়ারের গড় দর হয়েছে ৯৭ টাকা ৩৬ পয়সা। অথচ পাবলিক মার্কেটে কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৮৭ টাকা ৯০ পয়সায়।

এছাড়া, সিটি ব্যাংকের ২ কোটি ২৫ লাখ টাকার, বিডিকমের ১ কোটি ৩১ লাখ ৬৮ হাজার টাকার, মারিকোর ১ কোটি ৩০ লাখ ৬৮ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্সের ১ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকার, ইন্ট্রাকর ৮৬ লাখ ৩৮ হাজার টাকার, সিপার্লের ৫৯ লাখ ৫০ হাজার টাকার, আমান কটনের ৫৯ লাখ ৪৮ হাজার টাকার, ডোরিন পাওয়ার এর ৫৬ লাখ ৭০ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৫০ লাখ ৮৬ হাজার টাকার, প্রাইম টেক্সটাইলের ৪৬ লাখ ৭৫ হাজার টাকার, জেএমআই হসপিটালের ৪৩ লাখ ৫০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৪০ লাখ ৭৭ হাজার টাকার, মেঘনা পেট্রোলিয়ামের ৩৭ লাখ ৫২ হাজার টাকার, সালভো কেমিক্যাল এর ২৫ লাখ ৬৬ হাজার টাকার, ইমাম বাটনের ২২ লাখ ২০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ২০ লাখ ৯৯ হাজার টাকার, এইচ আর টেক্সটাইলের ১৫ লাখ ১৬ হাজার টাকার, রবি আজিয়াটার ১৩ লাখ ৭২ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১২ লাখ ৩০ হাজার টাকার, বারাকা পতেঙ্গা পাওয়ার এর ১০ লাখ ৯৯ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ ৩৭ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকের ৭ লাখ ৯৯ হাজার টাকার, সানলাইফ ইন্সুরেন্সের ৬ লাখ ৮৮ হাজার টাকার, লুব রেফের ৬ লাখ ৫২ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৫ লাখ ৭২ হাজার টাকার, আমরা নেটের ৫ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ