দুই সপ্তাহের টানা পতনের পর সামান্য উর্ধমুখী হয়েছে দেশের পুঁজিবাজার। সর্বশেষ সপ্তাহে সূচকের পাশাপাশি সামান্য লেনদেনও বেড়েছে বাজারে। তাতে একটু হলেও স্বস্তি নিয়ে ঈদ উদযাপনে যেতে পেরেছেন বাজারের বিনিয়োগকারী ও স্টেকহোল্ডাররা।
সর্বশেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রায় ৬৮ ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কমেছৈ ২৪ শতাংশের দাম। আলোচিত সপ্তাহে ডিএসইতে ৩৯০ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৬৫টির, কমেছে ৯৪টির। আর ৩১টির দাম ছিল অপরিবর্তিত।
তবে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও বড় মূলধনের কোম্পানিগুলোর শেয়ারের দাম ছিল নিম্নমুখী। তাই মূল্যসূচকে দেখা গেছে মিশ্র অবস্থা।
গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ২৯ পয়েন্ট (০৭৮%) বেড়েছে। সপ্তাহ শেষে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ৬ হাজার ৩৭৬ দশমিক ৯৪ পয়েন্ট।
এ সপ্তাহে শরীয়াহ সূচক ডিএসইএক্স শরীয়াহ ইন্ডেক্স ৩ দশমিক ৮৫ পয়েন্ট বেড়েছে।
অন্যদিকে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩ দশমিক ০১ পয়েন্ট কমেছে।
আলোচিত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন ০.৯২ শতাংশ বেড়ে ৭৬৪ কোটি ৪৩ লাখ টাকা থেকে ৭৭১ কোটি ৪৮ লাখ টাকায় উন্নীত হয়েছে।