বিদায়ী সপ্তাহে (০৩-০৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১৬৮টির দর বেড়েছে, ১৮৭টির দর কমেছে, ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে এবং ৭টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে ইন্ট্রাকো সিএনজির। ডিএসই থেকে এই তথ্য জানা যায় ।
সপ্তাহের শুরুতে ইন্ট্রাকো সিএনজির উদ্বোধনী দর ছিল ২৫ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩১ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৩০ পয়সা বা ২৫.২০ শতাংশ। এর মাধ্যমে ইন্ট্রাকো সিএনজির ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ক্যাবলসের ২৪.৫৮ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ২৩.৪২ শতাংশ, রবি আজিয়াটার ১৮.৬০ শতাংশ, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১৮.২১ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ১৭.৭০ শতাংশ, খুলনা পাওয়ারের ১৫.০৭ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ১৪.৮০ শতাংশ, সোনালী পেপারের ১৪.৭০ শতাংশ, জাহিন টেক্সের ১৩.৭৫ শতাংশ দর বেড়েছে।