1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন

প্রিমিয়ার সিমেন্টের ভিআরএম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু

  • আপডেট সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের নতুন ইউনিট ভার্টিক্যাল রোলার মিলের (ভিআরএম) বাণিজ্যিক উৎপাদন ১ জুলাই থেকে শুরু হয়েছে। কোম্পানিটির নতুন এ ইউনিটের কাঁচামালের সরবরাহ করবে ডেনমার্কের এফএল স্মিথ। এ উৎপাদন কার্যক্রম শুরুর ফলে কোম্পানিটির দৈনিক উৎপাদন সক্ষমতা ৮ হাজার টন থেকে বেড়ে ২৫ হাজার ৫২০ টনে দাঁড়াবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে প্রিমিয়ার সিমেন্ট।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) প্রিমিয়ার সিমেন্টের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৭ পয়সা। সে হিসাবে এক বছরে ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ৩ টাকা ৭০ পয়সা। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৬ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৮ টাকা ২০ পয়সায়।

৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল প্রিমিয়ার সিমেন্টের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৬ টাকা ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৫ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৯ টাকা ৮৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৪৯ টাকা ৭৪ পয়সা।

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রিমিয়ার সিমেন্ট মিলস। ২০১৯ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ