সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৯ জুন) শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত মেঘনা ইন্সুরেন্সের লেনদেনের শুরুতেই বিক্রেতা উধাও গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোম্পানিটির ১৭টি ট্রেডে মোট ৩৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন বুধবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ টাকা ১০ পয়সা। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। শেষ পর্যন্ত কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে বিক্রেতা শূন্য অবস্থায় ছিল।
উল্লেখ্য, এর আগের দিনও কোম্পানিটির বিক্রতা উধাও ছিল।