পূর্ব ঘোষণা অনুযায়ী ৬ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ বা এক্সিম ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা জুবায়ের কবির। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করেছেন এ উদ্যোক্তা। স্টক এক্সচেঞ্জ থেকে এ তথ্য জানা যায় ।
এর আগে গত ২৩ মে ডিএসইর মাধ্যমে ব্যাংকটি জানিয়েছিল, ঘোষণা পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ৬ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন এ উদ্যোক্তা। তার কাছে তখন ব্যাংকটির ৮১ লাখ ৮২ হাজার ৬০০টি শেয়ার ছিল।
২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৪৪৭ কোটি ৫৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৭ দশমিক ৬৯ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯ দশমিক ৮৯, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ১৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩১ দশমিক ২৪ শতাংশ শেয়ার রয়েছে।