ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহেজুড়ে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮২৮টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ২০৩ কোটি ৫৩ লাখ ৪৩ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকস। কোম্পানিটি সপ্তাহেজুড়ে ৩ কোটি ৫৯ লাখ ৩৪ হাজার ৫৪৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫৯ কোটি ৪৯ লাখ ৩১ হাজার টাকা।
জেএমআই হসপিটাল তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটি সপ্তাহেজুড়ে ১ কোটি ৫১ লাখ ৮৫ হাজার ৬২৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩২ কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকা।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ইসলামী ব্যাংকের ৯১ কোটি ১৪ লাখ ১১ হাজার টাকার, আরডি ফুডের ৭২ কোটি ৪ লাখ ১৫ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৬৮ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৫৭ কোটি ৩২ লাখ ৩৪ হাজার টাকার, এসিআই ফর্মুলেশন ৫৭ কোটি ২৪ লাখ ২৪ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ৫৭ কোটি ১৮ লাখ ৯ হাজার টাকার এবং লাফার্জহোলসিমের ৫৩ কোটি ৯৭ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।