1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

আজ বিকেলে ৪৫ কোম্পানির বোর্ড সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
Board-meeting

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৫ কোম্পানির বোর্ড সভা আজ (সোমবার) বিকেলে অনুষ্ঠিত হবে । সভায় কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য লভ্যাংশ এবং জানুয়ারি-মার্চ’২২ প্রান্তিকের ইপিএস প্রকাশ করবে। ডিএসই ও লঙ্কাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ব্যাংকের বোর্ড সভা দুপর আড়াইটায়, ইসলামী ব্যাংকের দুপর সোয়া ২টায়, আল-আরাফা ইসলামী ব্যংকের দুপর আড়াইটায়, এবি ব্যাংকের দুপর সোয়া ২টায়, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, মেঘনা পেটের বোর্ড সভা বিকাল তিনটায়, মেঘনা কনডেন্সড মিল্কের ২.৩৫টায়, মুন্নু ফেব্রিক্সের বিকাল তিনটায়, সিলভা ফার্মার বিকাল আড়াইটায়, ইসলামি ব্যাংকের বিকাল ২.১৫টায়, ইউনিলিভার কনজুমারের বিকাল চারটায়, জেএমআই সিরিঞ্জের বিকাল আড়াইটায়, জেএমআই হসপিটালের বিকাল চারটায়, ইন্ট্রাকো সিএনজির বিকাল আড়াইটায়, ঢাকা ব্যাংকের বিকাল আড়াইটায়, গ্লোবাল হেভি কেমিক্যালের বিকাল তিনটায়, ন্যাশনাল পলিমারের বিকাল আড়াইটায়, সাভার রিফ্রাক্টরিজের বিকাল ২.১৫টায়, ব্যাংক এশিয়ার বিকাল আড়াইটায়, গ্রামীণফোনের বিকাল তিনটায়, এবি ব্যাংকের বিকাল ২.১৫টায়, সেন্ট্রাল ফার্মার বিকাল তিনটায়, বিডি ল্যাম্পসের বিকাল তিনটায়, ন্যাশনাল টি কোম্পানির বিকাল আড়াইটায়, শেফার্ড ইন্ডাস্ট্রিজের বিকাল তিনটায়, মালেক স্পিনিংয়ের বিকাল ২.১৫টায়, রহিম টেক্সটাইলের বিকাল পৌনে তিনটায়, এপেক্স ফুটওয়্যারের বিকাল আড়াইটায়, ফু-ওয়াং ফুডের বিকাল আড়াইটায়, স্টাইল ক্রাফটের বিকাল আড়াইটায়, বিকনফার্মার বিকাল ২.১৫ টায়, তিতাস গ্যাসের বিকাল আড়াইটায়, এনার্জিপ্যাকের বিকাল সাড়ে তিনটায়, পাওয়ার গ্রিডের সন্ধ্যা সাতটায়, ইস্টার্ন লুব্রিক্যান্টসের বিকাল আড়াইটায়, মনোস্পুল পেপারের বিকাল ২.১৫ টায়, জেমিনি সী ফুডের বিকাল ২.১৫ টায়, ডেসকোর বিকাল চারটায়, পেপার প্রসেসিংয়ের বিকাল তিনটায়, ম্যাকসন্স স্পিনিংয়ের বিকাল ২.১০ টায়, কপারটেকের বিকাল আড়াইটায়, আনোয়ার গ্যালভানাইজিংয়ের বিকাল আড়াইটায়, মেট্রো স্পিনিংয়ের বিকাল আড়াইটায়, একমি ল্যাবরেটরিজের বিকাল সাড়ে তিনটায়, সিমটেক্সের বিকাল সাড়ে তিনটায়, প্রিমিয়ার সিমেন্টের বিকাল চারটায়, মোজাফফর হোসেন স্পিনিংয়ের বিকাল আড়াইটায় খুলনা পাওয়ার ২৬ এপ্রিল দুপুর ২.১০টায়, এটলাস বাংলাদেশ ২৬ এপ্রিল বিকাল ৩টায়, ডাচবাংলা ব্যাংক ২৬ এপ্রিল দুপুর আড়াই টায়, কোহিনুর কেমিক্যাল ২৬ এপ্রিল দুপুর আড়াই টায়, ওরিয়ন ফার্মা ২৬ এপ্রিল বিকাল ৩টায়, ওরিয়ন ইনফিউশন ২৬ এপ্রিল বিকাল সাড়ে ৩টায়, জিকিউ বলপেন ২৬ এপ্রিল বিকাল সাড়ে ৩টায়, আমান ফিড ২৬ এপ্রিল বিকাল ৩টায়, আমান কটন ২৬ এপ্রিল বিকাল সাড়ে ৩টায়, দুলামিয়া কটন ২৬ এপ্রিল দুপুর ২.০৫টায়, কে এন্ড কিউ ২৬ এপ্রিল বিকাল ৩টায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

কোম্পনিগুলোর মধ্যে ঢাকা ব্যাংক ইসলামী ব্যাংক, আল-আরাফা ইসলামী ব্যংক, এবি ব্যাংক এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

অবশিষ্ট কোম্পানিগুলো জানুয়ারি-মার্চ’২২ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ