প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৭-২১ এপ্রিল) শীর্ষ লেনদেনের তালিকায় থাকা দশ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, জেএমআই হসপিটাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সোনালী পেপার, আইপিডিসি ফাইন্যান্স, লাফার্জ হোলসিম, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, বিডিকম এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
গেল সপ্তাহে শীর্ষ লেনদেনের কোম্পানিগুলোর মধ্যে সাত কোম্পানির শেয়ার কিনেছেন বিনিয়োগকারীরা। যার ফলে লেনদেন বৃদ্ধির পাশাপাশি দর বৃদ্ধিতেও এগিয়েছিল কোম্পানিগুলো। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো লিমিটেড, জেএমআই হসপিটাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আইপিডিসি ফাইন্যান্স, লাফার্জ হোলসিম, স্কয়ার ফার্মা এবং বিডিকম লিমিটেড।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বড় বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিগুলোর লেনদেন যেমন বেড়েছে, শেয়ারদরও তেমিন বেড়েছে। চলতি সপ্তাহে যদি বড় বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে, তাহলে কোম্পানিগুলোর দর ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকতে পারে। আর যদি বড় বিনিয়োগকারীরা সেল মুডে থাকে, তাহলে কোম্পানিগুলোর শেয়ারে সংশোধন প্রবণো দেখা দিতে পারে।
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৪২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৬ কোটি ৫ লাখ ২০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৪৫ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৪৭ পয়সা। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ১.১০ শতাংশ।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৬৪ লাখ ২৫ হাজার ৯৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৫ কোটি ৫৯ লাখ ৬৭ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৫১ টাকা ৪০ পয়সা। আর সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭৪ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৩ টাকা ১০ পয়সা বা ৪৪.৯৪ শতাংশ।
লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮০ লাখ ৭৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৯১ লাখ ১৩ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১০৫ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১১৭ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১২ টাকা ৬০ পয়সা বা ১১.৯৭ শতাংশ।
লেনদেন তালিকার পঞ্চম স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭৪ লাখ ২৪ হাজার ৩৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ৭৬ লাখ ৮ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪৭ টাকা ৭০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫২ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা বা ১০.৯০ শতাংশ।
লেনদেন তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে লাফার্জ হোলসিম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৫ লাখ ৮৬ হাজার ৯৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৫ কোটি ৯৩ লাখ ৭ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৭৭ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৭৮ টাকা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৪০ পয়সা বা ০.৫২ শতাংশ।
লেনদেন তালিকার অষ্টম স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পনিটির ২১ লাখ ৩৩ হাজার ২৩৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৭ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ২২৪ টাকা ৮০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২২৫ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৪০ পয়সা বা ০.১৮ শতাংশ।
বিডিকম লেনদেন তালিকার নবম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১১ লাখ ৫৩ হাজার ১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৯ কোটি ১ লাখ ৮৮ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৩৪ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩৭ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৬.৫৯ শতাংশ।