1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন

সূচকের সঙ্গে কমেছে লেনদেন

  • আপডেট সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

পুঁজিবাজারে গেল সপ্তাহে সবগুলো সূচকই ছিল নিম্নমুখী। এসময় বাজারে লেনদেন, বাজার মূলধন কমেছে। একইসঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর পতন হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) সাপ্তাহিক পর্যালোচনায় এসব তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩২ হাজার ৫৩৯ কোটি ৭২ লাখ ৪৯ হাজার টাকা। আর সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ২৯ হাজার ২৪ কোটি ৬৫ লাখ ৮১ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৫১৫ কোটি ৬ লাখ ৬৭ হাজার টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৬৪ হাজার ৮৭৪ কোটি ৬২ লাখ টাকা। আর সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৬০ হাজার ৭৪১ কোটি ৮২ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন কমেছে ৪ হাজার ১৩২ কোটি ৭৯ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে বা পুরো পুঁজিবাজারে বাজার মূলধন কমেছে ৭ হাজার ৬৪৭ কোটি টাকা।

ডিএসইতে গেলো সপ্তাহে ২ হাজার ২৬৩ কোটি ৬৭ লাখ ৭০ হাজার টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৯ কোটি ২৭ লাখ ৪৯ হাজার টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৭৭৫ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার টাকা বা ২৫.৫২ শতাংশ কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৮৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৪০ পয়েন্টে।

ডিএসইতে গেল সপ্তাহে মোট ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে হয়েছে। এরমধ্যে বেড়েছে ৭৬টির, কমেছে ২৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার ও ইউনিট দর।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ৭৩ কোটি টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৬ কোটি ৬৫ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে কমেছে ১৩ কোটি টাকা।

গেল সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৬৬ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৮১ পয়েন্ট কমে ১১ হাজার ৬১৯ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৪৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে গেল সপ্তাহে ৩৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৭৪টির, ২৩৪টির কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের পতনে চলছে লেনদেন

  • ২০ নভেম্বর ২০২৪