বিদায়ী সপ্তাহে (০৩-০৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৯৭ কোটি ৪৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা যায় ।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩১ লাখ ৬৬ হাজার ২৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৫০ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৫০ লাখ ৬৮ হাজার ৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৬ কোটি ৫৬ লাখ ৪৯ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলিসিম লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৭ কোটি ৩৯ লাখ ১৭ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ভিএফএস থ্রেডের ৭৭ কোটি ৮০ লাখ ৮ হাজার টাকার, জিএফসি ফাইন্যান্সের ৭৬ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৬০ কোটি ৬২ লাখ ২৪ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৫৩ কোটি ০১ লাখ ৮৯ হাজার টাকার, প্রভাতী ইন্সুরেন্সের ৪৯ কোটি ৭২ লাখ ৯২ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ৪৯ কোটি ৮৫ হাজার টাকা এবং সোনালী পেপারের ৪৭ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।