1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন

সপ্তাহজুড়ে শেয়ার দর কমেছে নয় বহুজাতিক কোম্পানির

  • আপডেট সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক ১২টি কোম্পানির মধ্যে বিদায়ী সপ্তাহে ৯ কোম্পানির শেয়ারদর কমেছে। কোম্পানিগুলো হলো- ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ, আরএকে সিরামিক, গ্রামীণফোন, লিনডে বিডি, রেকিট বেনকিজার, ম্যারিকো, হাইডেলবার্গ সিমেন্ট, বার্জার পেইন্টস বাংলাদেশ এবং ইউনিলিভার কঞ্জুমার কেয়ার লিমিটেড।

আলোচ্য নয় কোম্পানির শেয়ারদর কমাতে গেল সপ্তাহে কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের খারাপ সময় কেটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিগুলোর সর্বশেষ সপ্তাহের শেয়ারদর ওঠানামার পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্যমতে, সপ্তাহের প্রথমদিন রোববার সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকসের উদ্বোধনী দর ছিল ৪৫ টাকা ৯০ পয়সা, যা বৃহস্পতিবার কমে সমাপনী দর হয়েছে ৪৩ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৫ দশমিক ২২ শতাংশ বা ২ টাকা ৪০ পয়সা।

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজারের শেয়ারদর রোববার ছিল ৫ হাজার ৫১৬ টাকা ২০ পয়সা। যা বৃহস্পতিবার কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৩ টাকা ১০ পয়সায়। এক সপ্তাহে দর কমেছে ২ দশমিক ০৫ শতাংশ বা ১১৩ টাকা ১০ পয়সা।

গত এক সপ্তাহে ১ দশমিক ৫৪ শতাংশ বা ৯ টাকা ২০ পয়সা কমেছে তামাক খাতের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর। রোববার শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৯৫ টাকা ৩০ পয়সা, যা বৃহস্পতিবার সর্বশেষ কার্যদিবসে কমে দাঁড়ায় ৫৮৬ টাকা ১০ পয়সায়।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশের রোববার শেয়ারদর ছিল ১ হাজার ৫৯৬ টাকা ৬০ পয়সা। যা বৃহস্পতিবার কমে হয়েছে ১ হাজার ৫৬৯ টাকা ৫০ পয়সায়। সে হিসাবে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ দশমিক ৬৯ শতাংশ বা ২৭ টাকা ১০ পয়সায়।

ইউনিলিভার কনজিউমার কেয়ারের রোববার দর ছিল ২ হাজার ৮৬৬ টাকা ৩০ পয়সা, যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ২ হাজার ৮৩৬ টাকা ৯০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির দর কমেছে ১ দশমিক ০২ শতাংশ বা ২৯ টাকা ৪০ পয়সা।

ম্যারিকো বাংলাদেশের রোববার উদ্বোধনী দর ছিল ২ হাজার ৩৬৩ টাকা ৮০ পয়সায়। যা শেষ কার্যদিবস বৃহস্পতিবার কমে হয়েছে ২ হাজার ৩৪২ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে দশমিক ৯১ শতাংশ বা ২১ টাকা ৭০ পয়সা।

হাইডেলবার্গ সিমেন্টের রোববার শেয়ারদর ছিল ২৭২ টাকা ৬০ পয়সা, যা বৃহস্পতিবার ২৭০ টাকা ৪০ পয়সায় নেমেছে। কোম্পানিটির দর কমেছে দশমিক ৮০ শতাংশ বা ২ টাকা ২০ পয়সা।

রঙ উৎপাদনকারী কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশের রোববার উদ্বোধনী শেয়ারদর ছিল ১ হাজার ৭৫৮ টাকা ৩০ পয়সা। যা বৃহস্পতিবার কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৪ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে দশমিক ২১ শতাংশ বা ৩ টাকা ৮০ পয়সা।

টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোনের রোববার শেয়ারদর ছিল ৩২৫ টাকা ৯০ পয়সা, যা বৃহস্পতিবার কমে দাঁড়িয়েছে ৩২৫ টাকা ৬০ পয়সায়। দর কমেছে দশমিক ০৯ শতাংশ বা ৩০ পয়সা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

আজিজ পাইপসের এমডি নিয়োগ

  • ২৬ ডিসেম্বর ২০২৪
  • সূচকের পতনে কমেছে লেনদেন

  • ২৩ ডিসেম্বর ২০২৪