দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক ১২টি কোম্পানির মধ্যে গত সপ্তাহে তিন কোম্পানির শেয়ারদর বেড়েছে। এতে করে এই তিন কোম্পানির বিনিয়োগকারীদের মুখে হাঁসি ফুটেছে। কোম্পানি তিনটির মধ্যে রয়েছে বাটা সু, সিঙ্গার বিডি এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিগুলোর সর্বশেষ সপ্তাহের শেয়ারদর ওঠানামার পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া যাবে ।
আলোচ্য তিন কোম্পানির মধ্যে দেশের শীর্ষ পাদুকা কোম্পানি বাটা সুর শেয়ারদর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ছিল ৮৮৮ টাকা ২০ পয়সা, যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়িয়েছে ৮৯৫ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে দশমিক ৮৪ শতাংশ বা ৭ টাকা ৫০ পয়সা।
প্রকৌশল খাতের অন্যতম শীর্ষ কোম্পানি সিঙ্গার বাংলাদেশের শেয়ারদর রোববার ছিল ১৫৯ টাকা ১০ পয়সায়। যা বৃহস্পতিবার বেড়ে হয়েছে ১৬৩ টাকা ৩০ পয়সায়। সে হিসাবে এক সপ্তাহে কোম্পানিটির দর বেড়েছে ১ দশমিক ৬৩ শতাংশ বা ৪ টাকা ২০ পয়সা।
সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশের রোববার শেয়ারদর ছিল ৬৯ টাকা ৬০ পয়সা, যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়িয়েছে ৭২ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৫৯ শতাংশ বা ২ টাকা ৫০ পয়সা।