বিদায়ী সপ্তাহে (১০-১৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ১৫৫ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার টাকার।
কোম্পানিগুলো হলো- এনভয় টেক্সটাইল, সোনালী পেপার, ড্রাগন সোয়েটার, বিডিকম এবং আমরা নেটওয়ার্কস। ডিএসই থেকে এই তথ্য জানা যায় ।
কোম্পানিগুলোর মধ্যে এনভয় টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছে ১০৭ কোটি ৮৭ লাখ ৫২ হাজার টাকার, সোনালী পেপারের ১৬ কোটি ৪৫ লাখ ৪১ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ১৩ কোটি ৬৭ লাখ ৮১ হাজার টাকার, বিডিকমের ১১ কোটি ৯৮ লাখ ৩০ হাজার টাকার এবং আমরা নেটওয়ার্কসের ৫ কোটি ৪০ লাখ ৫৫ হাজার টাকার।