1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন

ইউক্রেন যুদ্ধের ঝড় বহুজাতিক কোম্পানিগুলোতে

  • আপডেট সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক ১২টি কোম্পানির মধ্যে গত সপ্তাহে সবগুলো কোম্পানিরই শেয়ারদর কমেছে। বাজার বিশ্লেষকরা বলছে ইউক্রেন এবং রাশিয়ার যুদেবধার কারণে পুঁজিবাজারে কিছুটা প্রভাব পড়েছে। এক্ষেত্রে বহুজাতিক কোম্পানিগুলোতে বেশি প্রভাব পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিগুলোর সর্বশেষ সপ্তাহের শেয়ারদর ওঠানামার পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য মতে , শেয়ার দর কমে যাওয়া এই ১২ কোম্পানির মধ্যে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ, সিঙ্গার বিডি, বাচা সু, আরএকে সিরামিক, গ্রামীণফোন, লিনডে বিডি, রেকিট বেনকিজার, ম্যারিকো, বার্জার পেইন্টস, হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড এবং ইউনিলিভার কঞ্জুমার কেয়ার লিমিটেড।

ডিএসইর তথ্য অনুযায়ী, সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের শেয়ারের উদ্বোধনী দর ২৭ ফেব্রুয়ারি ছিল ৫১ টাকা ২০ পয়সা, যা বৃহস্পতিবার কমে সমাপনী দর দাঁড়ায় ৪৫ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১০ দশমিক ৯৩ শতাংশ বা ৫ টাকা ৬০ পয়সা।

ইউনিলিভার কঞ্জুমার কেয়ারে ২৭ ফেব্রুয়ারি শেয়ার দর ছিল ৩ হাজার ১৬৮ টাকা ৩০ পয়সা, যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ২ হাজার ৮৭৫ টাকা ৯০ পয়সায়। এ হিসাবে কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ২২ শতাংশ বা ২৯২ টাকা ৪০ পয়সা।

সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ২৭ ফেব্রুয়ারি সপ্তাহের প্রথম কার্যদিবস শেয়ার দর ছিল ৭১ টাকা ৯০ পয়সা, যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ৬৭ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ দশমিক ৭০ শতাংশ বা ৪ টাকা ১০ পয়সা।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ২৭ ফেব্রুয়ারি শেয়ারদর ছিল ১ হাজার ৭৫৫ টাকা। যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় ১ হাজার ৬৭৯ টাকা ২০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৪ দশমিক ৭১ শতাংশ বা ৭৫ টাকা ৮০ পয়সায়।

টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের ২৭ ফেব্রুয়ারি শেয়ার দর ছিল ৩৪১ টাকা ৯০ পয়সা, যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ৩২৮ টাকা ৮০ পয়সায়। দর কমেছে ৩ দশমিক ৮৩ শতাংশ বা ১৩ টাকা ১০ পয়সা।

দেশের শীর্ষ পাদুকা কোম্পানি বাটা সুর শেয়ারদর ২৭ ফেব্রুয়ারি ছিল ৯০২ টাকা ৮০ পয়সা, যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ৯০০ টাকা ৯০ পয়সায়। এক সপ্তাহে কোম্পানিটির দর কমেছে দশমিক ২১ শতাংশ বা ১ টাকা ৯০ পয়সা।

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার (বিডি) লিমিটেডের ২৭ ফেব্রুয়ারি শেয়ারদর ছিল ৫ হাজার ৮৮৪ টাকা ৫০ পয়সা। যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ৫ হাজার ৭৮৩ টাকা ১০ পয়সায়। এক সপ্তাহে দর কমেছে ১ দশমিক ৭২ শতাংশ বা ১০১ টাকা ৪০ পয়সা।

হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ২৭ ফেব্রুয়ারি শেয়ারদর ছিল ২৮৭ টাকা ৯০ পয়সা, যা বৃহস্পতিবার ২৮৩ টাকা ১০ পয়সায় উঠে যায়। এ হিসেবে কোম্পানিটির দর কমেছে ১ দশমিক ৬৬ শতাংশ বা ৪ টাকা ৮০ পয়সা।

প্রকৌশল খাতের অন্যতম শীর্ষ কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর ২৭ ফেব্রুয়ারি রোববার ছিল ১৫৮ টাকা ১০ পয়সায়। যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ১৫৬ টাকা ২০ পয়সায়। সে হিসাবে এক সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১ দশমিক ২০ শতাংশ বা ১ টাকা ৯০ পয়সা।

রঙ উৎপাদনকারী কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ২৭ ফেব্রুয়ারি উদ্বোধনী শেয়ারদর ছিল ১ হাজার ৭৭৮ টাকা ৬০ পয়সা। যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ১ হাজার ৭৬৫ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে দশমিক ৭৪ শতাংশ বা ১৩ টাকা ৩০ পয়সা।

গত এক সপ্তাহে দশমিক ৭২ শতাংশ বা ৪ টাকা ৫০ পয়সা কমেছে তামাক খাতের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেডের শেয়ারদ্র গত ২৭ ফেব্রুয়ারি রোববার শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬১৬ টাকা ৮০ পয়সা, যা বৃহস্পতিবার সর্বশেষ কার্যদিবসে কমে দাঁড়ায় ৬১২ টাকা ৩০ পয়সায়।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ২৭ ফেব্রুয়ারি রোববার উদ্বোধনী শেয়ারদর ছিল ২ হাজার ৩৯৮ টাকা ৬০ পয়সায়। যা শেষ কার্যদিবস বৃহস্পতিবার কমে দাঁড়ায় ২ হাজার ৩৮৯ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে দশমিক ৩৮ শতাংশ বা ৯ টাকা ৩০ পয়সা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ