অতালিকাভুক্ত এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে একীভূতকরণে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন চেয়ে আবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যার পরিপ্রেক্ষিতে এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের কারখানা পরিদর্শন করতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিএসইসি।
বিএসইসিতে গত বছরের ২৮ অক্টোবর এবং চলতি বছরের ৩০ জানুয়ারি পাঠানো কোম্পানিটির চিঠির পরিপ্রেক্ষিতে গত ২৪ ফেব্রুয়ারি এ-সংক্রান্ত একটি চিঠি ইস্যু করেছে নিয়ন্ত্রক সংস্থা। ওই চিঠিতে বিএসইসির উপপরিচালক মোহাম্মদ রতন মিয়াকে প্রধান করে তিনজনের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন বিএসইসির সহকারী পরিচালক মাহমুদুর রহমান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের নির্বাহী মহর আলী। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে এ-সংক্রান্ত আপডেট কমিশনে জমা দিতে বলা হয়েছে।
সিকিউরিটিজ আইন লঙ্ঘন ও আর্থিক প্রতিবেদনে অসংগতি থাকায় গত বছর এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন বাতিল করা হয়। তবে এ কোম্পানিকেই একীভূত করার বিষয়ে গত বছরে শেষের দিকে সিদ্ধান্ত নেয় ফার কেমিক্যালের পর্ষদ। যার খসড়া একীভূতকরণের স্কিম ফার কেমিক্যালের পর্ষদে এরই মধ্যে অনুমোদন পেয়েছে। নিয়ন্ত্রক সংস্থা, শেয়ারহোল্ডার ও হাইকোর্টের অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কোম্পানিটি। এ স্কিম সফলভাবে সম্পন্ন হলে এসএফ টেক্সটাইলের সব দায় ও সম্পদ অধিগ্রহণের মাধ্যমে ফার কেমিক্যালের সঙ্গে একীভূত করা হবে।
প্রাপ্ত তথ্য মতে , এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের প্রডাকশন ইউনিট নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফার কেমিক্যালের নিজস্ব জমিতে অবস্থিত। কোম্পানিটি ২০১৬ সাল থেকে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে। ৪২ হাজার ২৫০ স্পিন্ডল কটন, ভিসকস ও সিভিসি ইয়ার্ন স্পিনিং উৎপাদনের সক্ষমতা রয়েছে এসএফ টেক্সটাইলের।