লভ্যাংশ নির্ধারণসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের লেনদেন আগামী রোববার বন্ধ থাকবে। এর আগে ২ ও ৩ মার্চ স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানা যায় ।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের পরিচালনা বোর্ড । মেয়াদি ফান্ডটির আকার ১৫৮ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা। ২০২১ হিসাব বছরে ফান্ডটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০ কোটি ৫৬ লাখ টাকা। এ সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৩০ পয়সা।