গত সপ্তাহের দ্বিতীয় ও তৃতীয় কার্যদিবসে আগের দুদিনের হারানো সূচক কিছুটা ফিরলেও পরপর দুদিনে তা আবারে তলানিতে নেমেছে। আগের সপ্তাহের শেষ ও গত সপ্তাহের প্রথম কার্যদিবসের বড় পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স পয়েন্ট হারিয়েছিল ২৭২। পরে গত সোম ও মঙ্গলবারের উত্থানে সূচকটিতে ৭৮ পয়েন্ট যোগ হলেও সেখান থেকে সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবসে ৫৭ পয়েন্ট হারিয়েছে। গতকাল স্টক এক্সচেঞ্জটিতে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়েও কমেছে। আগের দিন ডিএসইতে আড়াই মাসের সর্বনিম্ন লেনদেন হয়েছিল। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচক ও লেনদেন হ্রাস পেয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেন শুরুর মাত্র ৩৭ মিনিটে ডিএসইর প্রধান সূচকটি পয়েন্ট হারায় ৫২। পরে দিনভর লেনদেনে চড়াই-উতরাই শেষে ৩ পয়েন্ট হারিয়ে ৬ হাজার ৬৯৭ পয়েন্টে অবস্থান নেয়। অন্য সূচকগুলোর মধ্যে ব্লু-চিপ সূচক ডিএস-৩০ এদিন ৮ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট হারিয়েছে। দিন শেষে সূচক দুটির অবস্থান দাঁড়ায় যথাক্রমে ২৪৬৩ ও ১৪৪২ পয়েন্ট।
গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৬৪টির, অন্যদিকে কমেছে ১৪০টির আর অপরিবর্তিত ছিল ৭৫টি সিকিউরিটিজের বাজারমূল্য। এদিন ডিএসইতে মোট ৬৪৪ কোটি ৫৫ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে এ লেনদেন ছিল ৬৫৬ কোটি ৬ লাখ টাকা।
গতকাল স্টক এক্সচেঞ্জটিকে আরো বড় পতনের থেকে রক্ষা করতে তিন খাতের অবদান ছিল সর্বোচ্চ। সেগুলো হলো খাদ্য ও আনুষঙ্গিক খাত, ওষুধ ও রসায়ন খাত এবং বস্ত্র খাত। এর মধ্যে খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৮০ শতাংশ, ওষুধ খাতের ৫৮ শতাংশ এবং বস্ত্র খাতের ৬০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর গতকাল বেড়েছে। এদিন দর হারানো শীর্ষ ১০ কোম্পানির তালিকায় সবচেয়ে বেশি দর হারিয়েছে এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড ওয়ানের। কোম্পানিটির শেয়ারদর এদিন ৭০ পয়সা বা ৮ দশমিক ৬৪ শতাংশ কমেছে। এর পরেই এ তালিকায় রয়েছে অ্যাসোসিয়েট অক্সিজেন লিমেটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৪০ শতাংশ।
দর হারানো তালিকায় থাকা বাকি কোম্পানিগুলোর মধ্যে এদিন ইয়াকিন পলিমারের ৪ দশমিক ৮৮ শতাংশ, জিলবাংলা সুগার মিলসের ৩ দশমিক ৮৯ শতাংশ, ক্রাউন সিমেন্ট পিএলসির ৩ দশমিক ৮৯ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৬১ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৩ দশমিক ৫০ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৪৩ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ১২৩ শতাংশ এবং ইমাম বাটন লিমিটেডের দর ৩ দশমিক ১১ শতাংশ কমেছে।
অন্যদিকে সিএসইতে গতকাল প্রধান সূচক সিএসসিএক্স ১৭ পয়েন্ট কমে ১১ হাজার ৭৪৬ পয়েন্টে অবস্থান নেয়। আর সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ২৬ পয়েন্ট কমে ১৯ হাজার ৫৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১১৩টির আর অপরিবর্তিত ছিল ৫১টির বাজারদর। সিএসইতে এদিন মোট ২০ কোটি ৯২ লাখ ৫৩ হাজার ৩৮০ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৩ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার ৩৯৪ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২৪ কোটি ৮১ লাখ ৭ হাজার ৭৭৩ টাকার সিকিউরিটিজ।