বিদায়ী সপ্তাহে (২৭ ফেব্রুয়ারি-৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩১৯টির বা ৮১.৫৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এনসিসি ব্যাংক-১ম মিউচুয়াল ফান্ডের। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এনসিসি ব্যাংক-১ম মিউচুয়াল ফান্ডের দর ছিল ৮ টাকা ৯০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দর কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ১৬.৮৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে এনসিসি ব্যাংক-১ম মিউচুয়াল ফান্ড ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর ক্রাউন সিমেন্টের ১৩.৯৪ শতাংশ, আরএকে সিরামিকসের ১০.৯৪ শতাংশ, আমান ফিডের ১০.৯২ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১০.৫৭ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ৯.৭২ শতাংশ, ইউনিলিভারের ৯.২৩ শতাংশ, এসবিএসি ব্যাংকের ৮.৩৩ শতাংশ, এসোসিয়েট অক্সিজেনের ৮.০১ শতাংশ এবং সায়হাম টেক্সটাইলের ৭.৯৩ শতাংশ দর কমেছে।