অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ। বর্তমান মূলধন ২৫ কোটি থেকে বাড়িয়ে ৬০ কোটি টাকা করতে চায় পেপার ও প্রিন্টিং খাতের কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, পরিশোধিত মূলধন বাড়াতে হলে কোম্পানিটিকে তাদের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে সংশোধনী আনতে হবে। তার জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন হবে। এ অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। আগামী ২ এপ্রিল ভার্চুয়াল মাধ্যমে এটি অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১০ মার্চ।
১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের বর্তমান পরিশোধিত মূলধন ১০ কোটি ৪৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১৮ কোটি ৭৮ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৪ লাখ ৪৯ হাজার ৬০০। এর মধ্যে ৪৩ দশমিক ৯৬ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, দশমিক ৫৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫৫ দশমিক ৫০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ পয়সা।