পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেডের আরো ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে কোম্পানিটির অন্যতম করপোরেট পরিচালক এইচ আকবার আলী অ্যান্ড কোম্পানি লিমিটেড। বিদ্যমান বাজারদরে সিএসইর মূল মার্কেটের এসব শেয়ার কিনবে প্রতিষ্ঠানটি। ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার কেনা সম্পন্ন হবে বলে গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জানানো হয়েছে।
এর আগে কয়েক দফায় বিএসআরএম স্টিলসের শেয়ার কিনেছে প্রতিষ্ঠানটির করপোরেট পরিচালক এইচ আকবার আলী অ্যান্ড কোম্পানি। এর মধ্যে গত ২০ ডিসেম্বর সিএসইর মাধ্যমে সাড়ে ৮ লাখ, ১৪ ডিসেম্বর ডিএসইর মাধ্যমে আরো সাড়ে ৮ লাখ, ২৩ নভেম্বর সিএসইর মাধ্যমে ৩ লাখ ও ১৭ নভেম্বর ডিএসইর মাধ্যমে সাড়ে ৭ লাখ শেয়ার কেনার ঘোষণা দেয় কোম্পানিটি। ঘোষণা অনুযায়ী যার কিছু শেয়ার এরই মধ্যে কেনা সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। ২০০৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে ৭১ দশমিক ৩০ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১৭ দশমিক শূন্য ৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৩৯ শতাংশ বিদেশী ও বাকি ১১ দশমিক ২৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।