1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

লেনদেন ও সূচকের উর্ধমুখী ধারায় সপ্তাহ শেষ

  • আপডেট সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
Share-162

মূল্যসূচক ও লেনদেনের উর্ধমুখী ধারায় শেষ হয়েছে পুঁজিবাজারের সাপ্তাহিক লেনদেন। এ সপ্তাহে বাজারে বেশিরভাগ শেয়ারের মূল্য বেড়েছে। একইসাথে বেড়েছে মূল্যসূচক। পাশাপাশি লেনদেনেও ছিল উর্ধমুখী ধারা।

গত সপ্তাহে ডিএসইতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এদের মধ্যে ২৩৫টির দাম বেড়েছে, কমেছে ১২৫টির দাম। আর২৬৮টির দাম ছিল অপরিবর্তিত।

গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৬২ দশমিক ৪৩ পয়েন্ট বেড়েছে। আগের সপ্তাহে তা ৪ দশমিক ০৩ পয়েন্ট কমেছিল। সপ্তাহের শুরুতে এই সূচকের অবস্থান ছিল ৭ হাজার ২৭ দশমিক ৫৫ পয়েন্ট। সপ্তাহ শেষে তা ৭ হাজার ৮৮ দশমিক ৯৫ পয়েন্টে উঠে এসেছে।

গত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ১ পয়েন্ট বেড়েছে। সূচকটি আগের সপ্তাহে ১০ পয়েন্ট কমেছিল।

গত সপ্তাহে বাজারে লেনদেন কিছুটা বেড়েছে। এ সপ্তাহে ডিএসইতে গড়ে দৈনিক এক হাজার ৩২৩ কোটি ৫৫ লাখ টাকায় নেমে এসেছে, যা আগের সপ্তাহেও ছিল এক হাজার ২৮৫ কোটি ৭৭ লাখ টাকা। সপ্তাহে ব্যবধানে ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৩৭ কোটি ৭৮ লাখ টাকা বা ২ দশমিক ৯৪ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

এমডি নিয়োগ সামিট পাওয়ারে

  • ১ জানুয়ারী ২০২৫
  • লভ্যাংশ দেবে না বিআইএফসি

  • ৩০ ডিসেম্বর ২০২৪