ঢাকার গুলশানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কর্পোরেট অফিসে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট। গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান জনাব আরিফ কাদরী। এসময় আরও উপস্থিত ছিলেন- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট, ইউসিবি ইনভেস্টমেন্ট, ইউসিবি স্টক ব্রোকারেজ এবং ইউসিবি ফিনটেক কোম্পানি (উপায়)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পুঁজিবাজারের দ্বিতীয় সহযোগী প্রতিষ্ঠান। যেটি ২০২০ সালে পুঁজিবাজারের খুচরা বিক্রেতাদের জন্য উচ্চতর ফান্ড ম্যানেজমেন্ট সেবা দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনার অধীনে দুটি ফান্ড খোলা হয়েছে। যার মধ্যে একটি হচ্ছে শরীয়াহ কমপ্লায়েন্ট ফান্ড, যেটি আগামী ১৩ ফেব্রুয়ারি উম্মুক্ত করা হবে।