ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) কাছে মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক বাবদ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১ হাজার ৯২৪ কোটি টাকার রাজস্ব দাবি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এনবিআরের রিভিউ পিটিশনের শুনানি শেষে গত বছরের ৯ ডিসেম্বর এ রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার পর গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিএটিবিসি।
আপিল বিভাগের রায়ে এনবিআরের ভূতাপেক্ষ মূসক ও সম্পূরক শুল্ক দাবিকে বেআইনি ও অনৈতিক হিসেবে আখ্যা দেয়া হয়েছে। ফলে এ বিষয়ে এনবিআরের পক্ষ থেকে বিএটিবিসির বিরুদ্ধে আর কোনো রাজস্ব দাবি নেই। এ রাজস্ব দাবিকে কেন্দ্র করে ২০১৩ সাল থেকেই বিএটিবিসি ও এনবিআরের মধ্যে বিরোধ চলছিল। ২০১৩ সালের ২৩ নভেম্বর এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) পক্ষ থেকে কোম্পানিটির ব্রিস্টল ও পাইলট ব্র্যান্ডের সিগারেট বিক্রির ওপর ১ হাজার ৯২৪ কোটি টাকা মূসক এবং সম্পূরক শুল্ক হিসেবে দাবি করা হয়। এনবিআরের এ দাবির বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করে বিএটিবিসি। রায় কোম্পানিটির বিপক্ষে গেলে ২০১৬ সালের ১২ এপ্রিল আপিল করে বিএটিবিসি। আপিলে হাইকোর্টের দেয়া রায়ের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ দেন আদালত। ২০১৮ সালের জুলাইয়ে আপিল বিভাগে বিষয়টির শুনানি সম্পন্ন হয় এবং ২৫ জুলাই কোম্পানির অনুকূলে রায় আসে। এ রায়ের বিরুদ্ধে ২০২০ সালের ২৫ মার্চ রিভিউ পিটিশন দাখিল করে এনবিআর। গত বছরের ৯ ডিসেম্বর রিভিউ শুনানি শেষে রায়ের মধ্য দিয়ে এনবিআর ও বিএটিবিসির মধ্যে রাজস্ব দাবি নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের সমাপ্তি ঘটেছে।