1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

শেয়ার বিক্রির চাপে ডিএস৩০ সূচকে পতন

  • আপডেট সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
dse

শেয়ার বিক্রি করে পুঁজিবাজার থেকে মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। গতকালও শেয়ার বিক্রির চাপে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লু-চিপ সূচক ডিএস৩০ পয়েন্ট হারিয়েছে। যদিও অন্য দুই সূচকে সামান্য পয়েন্ট যোগ হয়। এদিন এক্সচেঞ্জটির লেনদেনও কমেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতেই ডিএস৩০ সূচকে পয়েন্ট যোগ হয়। এরপর কিছুটা কমলেও এক পর্যায়ে সর্বোচ্চ ২ হাজার ৬০০ পয়েন্ট ছাড়িয়ে যায় সূচক। এরপর দ্রুতই সূচকটি নিম্নমুখী হওয়া শুরু করে এবং উত্থান-পতনের মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়। দিন শেষে সূচকটি সামান্য কমে ২ হাজার ৫৯২ দশমিক ৩৪ পয়েন্ট দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল ২ হাজার ৫৯৩ পয়েন্টে।

অন্যদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৬ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৭ হাজার ১৭ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫০৪ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করছে, আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৫০৪ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৬১ কোটি টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৬৬ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১৭২টির আর অপরিবর্তিত ছিল ৪২টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৭ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১০ দশমিক ৩ শতাংশ দখলে নিয়েছে বিবিধ খাত। ৯ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। চতুর্থ অবস্থানে থাকা বস্ত্র খাতের দখলে ছিল লেনদেনের ৯ দশমিক ২ শতাংশ। ব্যাংক খাতের দখলে ছিল মোট লেনদেনের ৮ দশমিক ৪ শতাংশ। এরপর রয়েছে যথাক্রমে সাধারণ বীমা, খাদ্য ও আনুষঙ্গিক ও জীবন বীমা খাত। গতকাল চামড়া খাতে সবচেয়ে বেশি ১ দশমিক ৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে নেতিবাচক রিটার্নের শীর্ষে ছিল সিরামিক খাত, ৪ দশমিক ৩ শতাংশ।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল বেক্সিমকো লিমিটেড, বিবিএস, ইউনিয়ন ব্যাংক, ফরচুন সুজ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, আরএকে সিরামিক, বাংলাদেশ শিপিং করপোরেশন, ওরিয়ন ফার্মা, লাফার্জহোলসিম ও এশিয়া ইন্স্যুরেন্স।

ডিএসইতে সমাপনী দরের ভিত্তিতে গতকাল দরবৃদ্ধির শীর্ষ সিকিউরিটিজ ছিল নাহি অ্যালুমিনিয়াম, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, কাট্টোলি টেক্সটাইল, প্রাইম ইন্স্যুরেন্স, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বেঙ্গল উইন্ডসর, সানলাইফ ইন্স্যুরেন্স ও এনআরবিসি ব্যাংক।

অন্যদিকে গতকাল এক্সচেঞ্জটিতে দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো আরএকে সিরামিকস, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, বিআইএফসি, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, রিং শাইন টেক্সটাইলস, সাভার রিফ্র্যাক্টরিজ, এএমসিএল (প্রাণ), শাশা ডেনিমস, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ও এপেক্স ফুটওয়্যার।

সিএসইতে গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে প্রায় ৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৬০ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১২ হাজার ৩৫৪ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ২০ হাজার ৫৬৬ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৩৫টির আর অপরিবর্তিত ছিল ৪২টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ৪০ কোটি ৫৯ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫৩ কোটি ৩৩ লাখ টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের পতনে কমেছে লেনদেন

  • ২৩ ডিসেম্বর ২০২৪