সর্বোচ্চ দরেও মিলছেনা পুঁজিবাজারের তালিকাকভুক্ত ৫ প্রতিষ্ঠানের শেয়ার। কোম্পানিগুলো হলো- নাহি অ্যালুমিনিয়াম, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, বেঙ্গল উয়েন্ডসর এবং বিডি ওয়েল্ডিং।
আজ বেলা ১১টা পর্যন্ত এসব কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিলনা। এর ফলে এসব কোম্পানির শেয়ার হল্টেড হয়ে যায়।
ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে নাহি অ্যালুমিনিয়ামের। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে সর্বশেষ ৫৩ টাকায় দাঁড়িয়েছে। এদিন এ শেয়ারের দর ৪৮ টাকা ৬০ পয়সা থেকে ৫৩ টাকায় ওঠানামা করে।
অন্য কোম্পানিগুলের মধ্যে-
ইউনিয়ন ইন্স্যুরেন্স: আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে সর্বশেষ ৪০ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।
বিডি থাই ফুড: আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯.৯০ শতাংশ বেড়ে সর্বশেষ ২৩ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।
বেঙ্গল উয়েন্ডসর: আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৪০ পয়সা বা ৯.৬৩ শতাংশ বেড়ে সর্বশেষ ২৭ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন এ শেয়ারের দর ২৫ টাকা ৬০ পয়সা থেকে ২৭ টাকা ৩০ পয়সায় ওঠানামা করে।
বিডি ওয়েল্ডিং: আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ৯.৩০ শতাংশ বেড়ে সর্বশেষ ১৮ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন এ শেয়ারের দর ১৭ টাকা ৪০ পয়সা থেকে ১৮ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে।