ক্যাটাগরি পরিবর্তনে এক ধাপ এগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশন কোম্পানি লিমিটেড। তালিকাভুক্তির পর কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ায় এটিকে ‘এন’ থেকে ‘এ’ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) থেকে ই-জেনারেশনের শেয়ার ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ই-জেনারেশন লিমিটেড ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ লভ্যাংশ ঘোষণা করেছে, যা ইতোমধ্যে শেয়ারহোল্ডার মধ্যে বিতরণ করা হয়েছে। এই কারণে কোম্পানিটির বিদ্যমান ক্যাটাগরি পরিবর্তন করে ‘এ’তে স্থানান্তর করা হয়েছে।
এদিকে, কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩৬ পয়সা।
অপরদিকে, ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬৫ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২১ টাকা ০১ পয়সা।