1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১০ অপরাহ্ন

কোম্পানির আয় বৃদ্ধির খবরেও দরপতন

  • আপডেট সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
Share-162

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। বাজারে ক্রেতাদের চেয়ে বিক্রেতাদের আধিপত্য বা বিক্রয় চাপ পতন ত্বরান্বিত করেছে।

বছরের শুরু থেকেই ঊর্ধ্বমুখী পুঁজিবাজারের পতন দেখা যায় গত সপ্তাহে। এর কারণ হিসেবে তিনটি বিষয় উল্লেখ করেন পুঁজিবাজারসংশ্লিষ্টরা। তাদের ভাষ্যমতে, বছরের শুরু থেকে এ সময়ের মধ্যে যারা শেয়ারপ্রতি লাভ করেছেন তারা মুনাফা গ্রহণ করেছেন। ফলে দর সংশোধন বাজারকে নেতিবাচক দিকে ধাবিত করেছে। এছাড়া কভিডের সংক্রমণ বৃদ্ধি ও বিভিন্ন কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় থেকে নতুন বিনিয়োগে যেতে চাচ্ছেন না বিনিয়োগকারীরা। যার কারণে নেতিবাচক পুঁজিবাজার, যা স্বাভাবিক বলেই উল্লেখ করেছিলেন তারা।

পুঁজিবাজার বিশ্লেষকরা বলেছিলেন, কোম্পানিগুলোর প্রান্তিক প্রতিবেদন প্রকাশের পরে ব্যবসায়িক প্রবৃদ্ধি রয়েছে এমন ভালো কোম্পানিতে বিনিয়োগ ফিরবে। এতে চাঙ্গা হবে পুঁজিবাজার। কিন্তু গতকাল এমন কিছু কোম্পানির দরপতন হয়েছে, যেগুলোর প্রান্তিক প্রতিবেদনে ভালো মুনাফার খবর পাওয়া গেছে। ফলে গত বছরের শেষ দিকে পুঁজিবাজার যে পতনের বৃত্তে ছিল তারই পুনরাবৃত্তি পরিলক্ষিত হচ্ছে।

গতকাল রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর) শেয়ারপ্রতি আয় বা ইপিএস বাড়াতে পেরেছে ১২৫ শতাংশ। অথচ এ তথ্য প্রকাশের পর কোম্পানিটির শেয়ারদর হারায় ৬ দশমিক ১৫ শতাংশ। বীকন ফার্মার ক্ষেত্রেও একই চিত্র। কোম্পানিটি অর্ধবার্ষিক হিসেবে আয় দ্বিগুণেরও বেশি বাড়াতে পেরেছে। এ তথ্য প্রকাশের দিন কোম্পানিটির শেয়ারদর কমল ৬ দশমিক শূন্য ৪ শতাংশ। রাষ্ট্রায়ত্ত কোম্পানি পাওয়ার গ্রিডের আয় বেড়েছে ১০ শতাংশের মতো। আর কোম্পানিটির শেয়ারদর হারিয়েছে ৪ দশমিক ৪২ শতাংশ। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস দুই প্রান্তিকে ৪৪ শতাংশ আয় বাড়ানোর তথ্য জানালেও কোম্পানটির শেয়ারদর হারিয়েছে ১ দশমিক শূন্য ১ শতাংশ।

কেবল এ চারটি কোম্পানির দরপতনেই সূচক হ্রাস পেয়েছে ২২ দশমিক ৫৯ শতাংশ।

সবমিলিয়ে রোববার ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ২২৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টির। সিংহভাগ সিকিউরিটিজের দরপতনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স হ্রাস পেয়েছে ৩৫ পয়েন্ট। সূচকের বর্তমান অবস্থান ৬ হাজার ৯৯১ পয়েন্ট। অন্য দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমেছে।

এদিকে সূচক কমলেও বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।

রোববার ডিএসইতে এক হাজার ৩৩৩ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ১১৪ কোটি ১৩ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ২১৯ কোটি টাকার।

গতকালের লেনদেনে বিশ্লেষণে দেখা যায়, সিমেন্ট ও বিবিধ খাতে ব্যাপক ক্রয় চাপ ছিল। অন্যদিকে ট্যানারি ও পাট খাতে সবচেয়ে বেশি বিক্রয় চাপ ছিল। তবে লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে বস্ত্র খাত। ১৮ দশমিক ৪০ শতাংশ লেনদেনের দিনে এ খাতের ৭২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ৭২ শতাংশ লেনদেন হয়েছে বিবিধ খাতে। তবে এ খাতে ৫৩ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি দেখা গেছে। লেনদেনে পরের অবস্থানে রয়েছে প্রকৌশল ১০ দশমিক ১০ শতাংশ, ওষুধ ও রসায়ন ৯ দশমিক ৪৭ শতাংশ এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে সাত দশমিক ০১ শতাংশ লেনদেন হয়েছে। তবে এই তিন খাতেই দরপতন দেখেছেন বিনিয়োগকারীরা। এ ছাড়া লেনদেনে বিমা, খাদ্য, ব্যাংক, সেবা ও রিয়েল এস্টেট খাত এগিয়ে ছিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের পতনে কমেছে লেনদেন

  • ২৩ ডিসেম্বর ২০২৪