1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

বেক্সিমকোর বিক্রি বেড়ে দ্বিগুণ, আয়ে বড় উল্লম্ফন

  • আপডেট সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
beximco

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুল আলোচিত কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) তার চমক অব্যাহত রেখেছে। চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকেও কোম্পানিটির পণ্য বিক্রি ও নীট মুনাফায় বড় ধরনের উল্লম্ফন ঘটেছে।

এ সময়ে কোম্পানিটির পণ্য ও সেবা বিক্রির পরিমাণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। অন্যদিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে আড়াই গুণ। গত ২৭ জানুয়ারি প্রকাশিত বেক্সিমকোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই চিত্র পাওয়া গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) বেক্সিমকো ১ হাজার ৯১২ কোটি টাকা মূল্যের পণ্য ও সেবা বিক্রি করেছে। আগের বছরের একই সময়ে বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ৩ কোটি টাকা। বছরের ব্যবধানে রাজস্ব বেড়েছে ৯০৯ কোটি টাকা বা প্রায় ৯০ দশমিক ৬২ শতাংশ।

বেক্সিমকো লিমিটেড বহুমুখী পণ্য ও সেবার ব্যবসা করে থাকে। এর মধ্যে রয়েছে-টেক্সটাইল, আইটি, ট্রেডিং, বিদ্যুত ইত্যাদি। কোম্পানিটির ব্যবসায় সর্বশেষ সংযোজন ব্যক্তিগত সুরক্ষা পণ্য (Personal Protective Equipment-PPE)। করোনা অতিমারির কারণে এই সেগমেন্টে কোম্পানিটি ব্যাপক সাফল্য পেয়েছে। হিসাববছরের প্রথম প্রান্তিকে পিপিইসহ স্বাস্থ্য খাতের পণ্য বিক্রি কোম্পানির মোট বিক্রির বড় প্রবৃদ্ধির নেপথ্যে ছিল বলে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছিল।

সর্বশেষ প্রান্তিকে বেক্সিমকোর নিট মুনাফা হয়েছে ৩৯৯ কোটি টাকা। গতবছর একই সময়ে নীট মুনাফার পরিমাণ ছিল ১৪৮ কোটি টাকা। বছরের ব্যবধানে কোম্পানিটির নীট মুনাফা ২৫১ কোটি টাকা বা প্রায় ১৭০ শতাংশ বেড়েছে। এ সময়ে শেয়ার প্রতি আয় বা ইপিএস ১ টাকা ৭৮ পয়সা থেকে বেড়ে ৪ টাকা ৫৬ পয়সা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার বন্ধ আজ

  • ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • Dividends

    ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

  • ১৪ সেপ্টেম্বর ২০২৪